ঢাকা কলেজস্থ শৈলকূপা থানা ছাত্রকল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ফাহিম মুন্তাসির তাছলিম এবং সাধারণ সম্পাদক দর্শন বিভাগের শিক্ষার্থী খালিদ মাহমুদ উৎস।
শনিবার (৭ ডিসেম্বর) উপদেষ্টা মণ্ডলীর এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আরিফ আহমেদ, সহ-সভাপতি সোহেল রানা, মো. সোহাগ হাসান ও তানভীর ইসলাম শোভন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান অনিক ও এস এম শামীম ও রাকিব আঞ্জুম (রবিন)।
এছাড়া সাংগঠনিক সম্পাদক সাগর পারভেজ, দপ্তর সম্পাদক মো. আলমাস শেখ, প্রচার সম্পাদক মো. নয়ন বিশ্বাস, কোষাধ্যক্ষ হুমায়ুন বিশ্বাস, ক্রিড়া সম্পাদক মো. শিহাব উদ্দিন, সাহিত্য সম্পাদক হযরত আলী, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. নুর আলম সৌরভ ও আপ্যায়ন সম্পাদক. শাওন বিশ্বাস।
উপদেষ্টারা হলেন- মোশাররফ হোসেন (ধ্রব) ও খন্দকার রাছিক। সদস্য- মো. রিপন হোসেন, শেখ আসিফ, মো. আলামিন হোসেন জুয়েল, মো. আজাদ আহমেদ ও আব্দুল্লাহ আর হুসাইন।
থানা সমিতির কার্যক্রম ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে সভাপতি ফাহিম মুন্তাসির তাছলিম আর সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ উৎস বলেন যে, আমরা এই প্রথম ঢাকা কলেজস্থ শৈলকূপা থানা ছাত্রকল্যাণ পরিষদের যাত্রা শুরু করলাম, আলহামদুলিল্লাহ। এর আগে ঢাকা কলেজে শৈলকূপা থানার কোনো ছাত্রকল্যাণ ছিলো না। আমাদের এই ছাত্রকল্যাণের উদ্দেশ্য একটিই সেটি হচ্ছে আমরা ঢাকা কলেজস্থ শৈলকূপা থানা কেন্দ্রিক যারা অধ্যায়নরত আছে তাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। এছাড়াও শৈলকূপা থানার প্রতিটি ছাত্রের যেকোনো সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করে যাবে শৈলকূপা থানা ছাত্রকল্যাণ পরিষদ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :