অ্যাডভান্সমেন্ট বায়োমেকানিক্যাল, এনার্জি এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
মঙ্গলবার দুপুরে যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে ‘কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স: অ্যাডভান্সমেন্ট বায়োমেকানিক্যাল, এনার্জি এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক সেমিনারটি যৌথভাবে আয়োজন করে যবিপ্রবির রিসার্চ সেল ও গণিত বিভাগ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এধরনের সেমিনার থেকে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ে। তোমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। এজন্য দেশের বাইরে থেকে আমাদের দক্ষ জনশক্তি উচ্চ বেতনে নিয়ে আসতে হয়। তোমরা যদি দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারো তাহলে আমাদের দেশের সম্পদ বাইরের দেশে যাবে না। এজন্য তোমাদের হাতে-কলমে জ্ঞান অর্জন করতে হবে।
গণিত বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, গণিতের প্রয়োগ সর্বক্ষেত্রে। গণিত ছাড়া বিজ্ঞান কল্পনা করা যায় না। এজন্য তোমাদের গণিতের প্রতি আরও মনোযোগী হতে হবে। ভালো গবেষক হতে হলে গণিত শিক্ষার বিকল্প নেই। এধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াবে বলে তিনি মনে করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির স্কুল অব মেকানিক্যাল অ্যান্ড মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র প্রভাষক ড. সাইদুল ইসলাম। তিনি বর্তমান বিশ্ব ব্যবস্থায় কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স: অ্যাডভান্সমেন্ট বায়োমেকানিক্যাল, এনার্জি এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং এর গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন। গণিতের বিস্তর ক্ষেত্রসমূহ ও বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন যবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দিন মনির প্রমুখ। সেমিনারে গণিত বিভাগের ড. মো. জহুরুল ইসলাম, ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ড. মো. ফরহাদ বুলবুল, মো. আকরাম হোসাইন, মো. আসিফ আরেফিন, ফি ফয়সাল আহমেদসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. খালিদ বিন কায়সার ও সুমি বৈরাগী।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :