AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন


Ekushey Sangbad
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০১:১৫ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৪
যবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৪ পালনের লক্ষ্যে নানা কর্মসূচি পালন করবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।রবিবার (৮ ডিসেম্বর) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে যবিপ্রবি ক্যাম্পাসে সকাল ৬ টা ৩৭ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯.০০ টায় যশোর শহরের শংকরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্নার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল পালন করা হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে যবিপ্রবিতে সকাল ৬ টা ৩৮ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯.০০ টায় যশোর শহরের মনিহারে অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বাদ যোহর যবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত ও মিলাদ মাহফিল পালন করা হবে।

এছাড়াও ১৬ ডিসেম্বর দিনব্যাপি শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে যবিপ্রবি’র কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহিদ বুদ্ধিজীবী এবং ২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নিহত শহিদ ও আহতদের স্মরণে আলোচনা এবং খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 


একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!