AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজয় দিবসে বর্ণিল সাজে পবিপ্রবি


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৮:১৮ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৪
বিজয় দিবসে বর্ণিল সাজে পবিপ্রবি

সূর্য পশ্চিম আকাশে হেলে পড়তেই নেমে এলো সন্ধ্যা। সঙ্গে সঙ্গেই আলোকসজ্জায় রঙিন হলো ক্যাম্পাস। বাহারি রঙের ছড়াছড়ি যেনো পুরো ক্যাম্পাসজুড়ে। ক্যাম্পাসে লাল, নীল, সবুজ, হলুদসহ বাহারি রঙের আলোর ছড়াছড়ি। ক্ষণে ক্ষণে মিটিমিটি জ্বলছে তারা।  বিজয় দিবস উদযাপন উপলক্ষে এভাবেই সেজেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস।

সোমবার  (১৬ ডিসেম্বর) সারাদেশে পালিত হবে মহান বিজয় দিবস। নানা আয়োজনে শ্রদ্ধাভরে বীরসেনাদের স্মরণের মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। আয়োজনের কমতি নেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসেও। প্রতি বছর দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন,  অ্যাকাডেমি  ভবন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন আলোকসজ্জিত করা হয়েছে। সে রঙিন আলোয় আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। ক্যাম্পাসের ফটক, মুক্ত বাংলা চত্বর, অ্যকাডেমিক ভবন, আবাসিক হলগুলো সেজেছে নব  সাজে। ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসব  পরিবেশ। আলোকসজ্জায় সজ্জিত ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের  সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার  সকাল ৯টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হবে দিনের কর্মসূচি।  সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার  মাঠে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা,  ১ টায় কেন্দ্রীয় মসজিদ ও মন্দিরে দোয়া ও প্রার্থনা,  ২ টায় বিজয় মেলা ও সন্ধ্যা ৬টায় মিলনায়তনে প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

ব্যবসায় প্রশাসন অনুষদের  শিক্ষার্থী রকি বলেন,  মহান বিজয় দিবস উপলক্ষে  বিশ্ববিদ্যালয়কে আলোক সজ্জ্বায় সজ্জিত করা হয়েছে। এ সময়টা ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়। যাদের আত্মত্যাগে আমাদের বিজয় সূচিত হয়েছে তাদের ভুলে গেলে চলবে না। তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!