AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিকতা একটি মহান পেশা- ববি উপ-উপাচার্য


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৮:৩২ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৪
সাংবাদিকতা একটি মহান পেশা- ববি উপ-উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা৷ সাংবাদিকতা করতে হলে প্রচুর পড়াশুনা করতে হবে এবং চর্চা করতে হবে যেন দেশ ও জাতি উপকৃত হয়৷  সঠিক ও সত্য সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা অবলম্বন করতে হবে৷

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবননান্দ দাশ কনফারেন্স হলে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কর্তৃক নবীন সহযোগী সদস্যদের বরণ, আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি৷

ববিসাসের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন৷  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিআরটিএ এর বরিশাল বিভাগীয় পরিচালক ( ইঞ্জিনিয়ার) মো. জিয়াউর রহমান ও বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। 

আয়োজনের প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম। এছাড়াও আয়োজনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দ্যা ডেইলি স্টারের বরিশাল ব্যুরো প্রধান সুশান্ত ঘোষ, প্রথম আলোর বরিশাল ব্যুরো প্রধান এম জসীম উদ্দীন, সময় টিভির বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, দৈনিক মতবাদ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব রায়। 

উল্লেখ্য, ২০১৯ সালের ৩রা অক্টোবর বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ শ্লোগানকে কেন্দ্র করে প্রতিষ্ঠা হয় বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!