AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনীতিমুক্ত ক্যাম্পাসে শিবিরের শীতবস্ত্র বিতরণ


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৪:২৬ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৪
রাজনীতিমুক্ত ক্যাম্পাসে শিবিরের শীতবস্ত্র বিতরণ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে গত ১৩ আগস্ট থেকে। রাজনীতি নিষিদ্ধ থাকা সত্বেও গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাতে পাবনা শহর শিবিরের পক্ষ থেকে নিরাপত্তা কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাত দশটার দিকে ছাত্রশিবিরের পাবনা শহর শাখার সেক্রেটারি গোলাম রহমান জয় সহ শিবিরের পাবনা শহর শাখার আরো দুইজন নেতা এসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের কম্বল বিতরণ করেন। এরপর তারা ক্যাম্পাস ত্যাগ করেন।

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবিপ্রবির অন্যতম নেতা মিরাজুল ইসলাম বলেন, যেহেতু রাজনৈতিক ব্যানারে তারা কাজটা করেনি তাই এটা নিয়ে কিছু বলা কঠিন৷ আর শুনেছি ওরা ক্যাম্পাসের বাইরেও কিছু মানুষকে শীত বস্ত্র দিয়েছে। মানবিক দৃষ্টিকোন থেকে যেকোন রাজনৈতিক দলই কিছু না কিছু কাজ করতে পারে এবং করাও উচিত। তবে আমাদের অনুরোধ ক্যাম্পাসে যেহেতু রাজনীতি বন্ধ তাই ক্যাম্পাসের অভ্যন্তরে যেন কোন দল কর্মসূচী পালন না করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা মনজুরুল  ইসলাম, রাজনৈতিক ব্যানার ব্যবহার না করাতে এটা নিয়ে মন্তব্য করা কঠিন। কাজটা ভালো কিন্তু ক্যাম্পাসের অভ্যন্তরে যেহেতু রাজনীতি নিষিদ্ধ আছে তাই কোন রাজনৈতিক দল যদি কর্মসূচী পালন করে তাহলে সেটা নিন্দনীয়।

এ বিষয়ে পাবনা শহর শিবিরের সেক্রেটারি গোলাম রহমান জয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ আছে সেই বিষয়ে আমরা অবগত আছি। ক্যাম্পাসে যেদিন থেকে রাজনীতি নিষিদ্ধ হয়েছে এরপর আমরা ক্যাম্পাসের মধ্যে কোন রাজনৈতিক কর্মসূচী পালন করিনি। ক্যাম্পাসে রাজনীতির অনুমতি পাওয়ার আগ পর্যন্ত আমরা কোন কর্মসূচি পালনও করবোনা। কিন্তু আমরা তো দিনশেষে মানুষ। তীব্র এই শীতে যে মানুষগুলো সারারাত ধরে আমাদের বিশ্ববিদ্যালয় পাহাড়া দিচ্ছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধেএ জায়গা থেকেই আমরা গত রাতে কম্বল বিতরণ করেছি। আর নিরাপত্তা কর্মীদের নিয়ে তো আমরা রাজনীতি করিনা, এটা একান্তই মানবিক কারণ সেই হিসেবে বিষয়টাকে ইতিবাচক হিসেবে বিবেচনা করলেই মনে হয় ভালো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, এই বিষয়টি কিছুক্ষণ আগে আমি অবগত হয়েছি। তিনজন ছেলে এসে কম্বল দিয়ে গেছে নিরাপত্তা কর্মীদের। ওদেরকে ওখানে কোন দলীয় ব্যানার ব্যবহার করতে দেখিনি। কাজটা কি ব্যক্তিগত উদ্যোগে হয়েছে নাকি রাজনৈতিক উদ্যোগে হয়েছে সেটা আমি এখনো নিশ্চিত না। এ বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত খতিয়ে দেখবো। তবে বিশ্ববিদ্যালয়ে যেহেতু রাজনীতি বন্ধ আছে তাই ক্যাম্পাসের অভ্যন্তরে কোন দলের রাজনৈতিক কর্মসূচী পালন করার সুযোগ নেই।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!