‘আরবি ভাষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি উদ্ভাবন শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা ১২টায় উপাচার্যের নেতৃত্বে রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষার্থীরা আরবি হরফ ও বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন এবং স্লোগান দেন।
পরে দুপুর ২টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। এসময় বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :