AB Bank
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৯:২০ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৪
জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন মেহেদী হাসান হিমেল এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন সামসুল আরেফিন।

মঙ্গলবার (২৪ ডি‌সেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয় সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২৭ সদস্যের আহ্বায়ক কমিটিতে আরও আছেন—যুগ্ম-আহ্বায়ক জাফর আহম্মেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো: শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাশেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইনউদ্দিন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মো. মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন, শামিম মিয়া।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন মো. রিয়াসাল রাকিব, মুবাইদুর রহমান, এম তানভীর রহমান, আবু হেনা মুরসালিন, ইমরান হাসান ইমন, মাহিদ হোসেন, মাশফিকুল রাইন।

আহ্বায়ক কমিটির সদস্যসচিব সামসুল আরেফিন বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে জনগণের ম্যানডেট নিয়ে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে যে বাংলাদেশ গড়তে চাই, ছাত্রদের ঐক্য সঙ্গে নিয়ে সে প্রগতিশীল উদার গণতন্ত্রের বহু মতের সহাবস্থানে বাংলাদেশ গড়ে তোলার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করবে ইনশা আল্লাহ।’

 


একুশে সংবাদ/আ.য

Link copied!