AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে খুলনা বিশ্বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ


Ekushey Sangbad
পাপড়ি খানম, খুলনা বিশ্ববিদ্যালয়
০৬:২০ পিএম, ১ জানুয়ারি, ২০২৫
দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে খুলনা বিশ্বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, নিজেদের অনগ্রসর ভাবা যাবে না, তোমাদের অধিকার তোমাদেরই প্রতিষ্ঠা করতে হবে। স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে। নিজেদের মেধার প্রমাণ দিয়ে সবকিছু জয় করতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের পেছনে ছুটতে হবে। কারণ, স্বপ্ন না দেখলে আগানো যাাবে না।


আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিজয়ের মাসের সকল শহীদকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদ আয়োজিত ‘দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ’ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।


উপাচার্য বলেন, দলিত বা অনগ্রসর জনগোষ্ঠীর একটি বড় সমস্যা বাল্যবিবাহ। এই সম্প্রদায়ের মেয়েরা একটু বড় হতে না হতেই তারা বাল্যবিবাহের শিকার হয়। এতে করে এসব মেয়েদের জীবন চলার পথে বিঘ্ন ঘটে এবং তাদের স্বপ্ন নষ্ট হয়ে যায়। এই ধরনের সংস্কৃতি বন্ধ করতে হবে। অন্য সব সন্তানদের মতো তাদেরকেও উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেশের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।


তিনি বলেন, সামাজিক বাস্তবতার নিরিখে কেউ এগিয়ে আছে, আবার কেউ পিছিয়ে। সেই সব পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আনতে হবে। যাতে তারা সমাজে নিজেদের একটি সুদৃঢ় অবস্থান তৈরি করতে পারে। তিনি আরও বলেন, চব্বিশ পরবর্তী প্রেক্ষাপটে দেশের মূল লক্ষ্য সমাজ থেকে বৈষম্য দূর করা। তাই আমাদের সকলকে ঐকবদ্ধভাবে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।


স্বাগত বক্তৃতা করেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার পান্না লাল জমাদ্দার। অনুষ্ঠানে উপাচার্য দলিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় সংস্থার কর্মকর্তা শিব প্রসাদ দাস এবং উত্তম কুমার দাসসহ খুলনা অঞ্চলের বিপুল সংখ্যক দলিত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 

একুশে সংবাদ////র.ন

Link copied!