ছাত্ররাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “এটা কোনো রাজনৈতিক ব্যানারে হয়নি। সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের (ছাত্রদলের) সম্প্রীতি বাড়াতে একটা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি। আর যেহেতু এটা একটি খেলাধুলা ছিল, কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না, তাই আমরা প্রশাসনকে সেভাবে অভিহিত করিনি। উপহারটি শুধু ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এখানে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করিনি।”
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, "খেলাধুলা করতে অনুমতি লাগবে, এটা আমরা জানতাম না। এটি কোনো দলের ব্যানারে করা হয়নি। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একটি ম্যাচ আয়োজন করা হয়েছে, এর বাইরে কিছু না।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, "আমরা সেখানে গিয়ে জানতে পারি যে এই টুর্নামেন্ট সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে। তবে পরবর্তীতে ট্রফির বিষয়টি জানতে পারি। এ বিষয়ে আমরা রবিবার আলোচনা করব।"
উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :