AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৬:৪৫ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আলটিমেটাম দিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীদের একটি দল।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন।

শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, রোডম্যাপের মধ্যে প্রয়োজনীয় সংস্কারের সময় নির্ধারণ করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে, এবং এর ফলে সৃষ্ট যে কোনো পরিস্থিতির দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, স্বৈরাচার পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের ভেতরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করে নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের একটি মডেল গড়ে তোলা সম্ভব। ছাত্রসমাজের প্রতিনিধিত্বশীল সংগঠন কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন এ ধরনের গণতান্ত্রিক চর্চার সুযোগ সৃষ্টি করতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, অভ্যুত্থানের পাঁচ মাস অতিক্রম হলেও প্রশাসন এখনও ডাকসু নির্বাচন নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।

স্মারকলিপিতে বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলা হয়, সাম্প্রতিক সময়ে ডাকসু পুনরায় সক্রিয় করার জন্য একটি কমিশন গঠন করা হলেও তার সুপারিশ বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিভিন্ন ছাত্র সংগঠন গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাবনা দিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা বা অগ্রগতি সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। অথচ জাতীয় নেতৃত্বে পথপ্রদর্শক হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় এখনও পিছিয়ে রয়েছে।

ডাকসু নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি জানিয়ে শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, “আমরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানাই। এই রোডম্যাপের মধ্যে প্রয়োজনীয় সংস্কারের সময়সীমা নির্ধারণ করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ প্রকাশ না করা হয়, তাহলে আমরা বাধ্য হয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করব। এর ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য প্রশাসনকেই সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে।”

স্মারকলিপি প্রদানের সময় শিক্ষার্থীদের মধ্য থেকে মো. আবু সায়াদ বিন মাহিন সরকার, তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, মোহাম্মদ সাকিব, আবিদ হাসান রাফি, আব্দুর রহমান আল-ফাহাদ, আরমানুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!