AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম আলো বন্ধুসভা পবিপ্রবির নেতৃত্বে অপূর্ব এবং তৃণ


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৬:৫৯ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
প্রথম আলো বন্ধুসভা পবিপ্রবির নেতৃত্বে অপূর্ব এবং তৃণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভার ২০২৫ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাবসায় প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অপূর্ব গমেজ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারাহ্ রকিব তৃণ ।

এছাড়া ও সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে দর্পন কুমার মোহন্ত এবং উর্মি সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মোহাম্মদ বিন ছালাম এবং নেছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তাসদিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফসা বিনতে আলম, অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সজিব সরদার, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রেমা ভট্টাচার্য, প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুঞ্জুরুল আলম নোবেল, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু মুহাম্মদ রামিম রুহুল উল্ল্যাহ, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাফিছা ইয়াসমিন, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া আফরিন, প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী সামিহা রহমান মাহী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছৈয়দ আবরার রহমান, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিয় জামান, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ খান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিহাব ঢালী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাফিন আবসার, ম্যাগাজিন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাফিউল আলম নাহিদ, বইমেলা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিফ হোসেন জিহাদ।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোঃ জুবাইদ হোসেন, মুঃ আল রাইয়ান তানিম, আফিফা যাবিন, আতকিয়া আয়েশা এশা, মোঃ আলিফ শেখ।

নবনির্বাচিত সভাপতি অপূর্ব গমেজ তার অনুভূতি প্রকাশ করে বলেছেন, “পবিপ্রবি বন্ধুসভা কার্যকরী কমিটি ২০২৫ এ দায়িত্ব প্রাপ্ত সকলকে অভিনন্দন। বন্ধুসভার মূল লক্ষ্য তরুণদেরকে নেতৃত্বে অনুপ্রাণিত করা এবং একটি সচেতন ও মানবিক সমাজ গঠন। আমরা বন্ধুসভার কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে বদ্ধপরিকর। বিগত বছরগুলোতে পবিপ্রবি বন্ধুসভার সুনাম এবং গত বছরের অর্জন সারা দেশব্যাপি সমাদৃত। সকলকে আরো সম্মিলিতভাবে কাজ করে এই ধারা অব্যাহত রাখার আহবান জানাই।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারাহ্ রকিব তৃণ তার অনুভূতি প্রকাশ করে বলেছেন, "বন্ধুসভা - মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষদের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ। এই মূলধারাটি মাথায় রেখে পবিপ্রবি বন্ধুসভা‍‍`কে অনেকদূর নিয়ে যেতে চাই।"

নবনির্বাচিত সহ-সভাপতি দর্পন কুমার মোহন্ত তার অনুভূতি প্রকাশ করে বলেছেন, "প্রথম আলো বন্ধুসভা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন। আমাকে দেওয়া দায়িত্ব পালনে আমি নিষ্ঠার সাথে কাজ করব। বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা এবং সিনিয়রদের শিক্ষা আমি এই দায়িত্ব পালনে কাজে লাগাব। আমাদের সংগঠনে প্রচুর দক্ষ জুনিয়র আছে। তাদের সহযোগিতায় এবং আমাদের নেতৃত্বে আমরা মিলে ভবিষ্যতে অনেক অর্জন করতে পারব। নতুন দায়িত্ব, নতুন সদস্য এবং নতুন নেতৃত্বের সমন্বয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে আমাদের সংগঠন আরও উন্নতি করবে।"

উল্লেখ্য, নতুন কমিটির সদস্যরা আগামী এক বছরের জন্য বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন। তাঁদের লক্ষ্য সমাজ ও শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনা। দীর্ঘদিন ধরে প্রথম আলো বন্ধুসভা শিক্ষা, সমাজসেবা, পরিবেশ সচেতনতা, সাহিত্যচর্চা এবং নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। পবিপ্রবির বন্ধুসভাও এই আদর্শ অনুসরণ করে ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় সৃজনশীল কার্যক্রম পরিচালনা করছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!