AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে কথা বলার’ —সমন্বয়ক এস এম সুইট


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৬:৫৭ পিএম, ৭ জানুয়ারি, ২০২৫
ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে কথা বলার’ —সমন্বয়ক এস এম সুইট

সীমান্ত হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্র সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমন্বয়ক এস এম সুইট বলেন, বিগত দিনে ভারত আমাদের দেশে আধিপত্যবাদ বজায় রেখেছিলো। এখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে কথা বলার। বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের আধিপত্যবাদ জনগণ মেনে নিবে না। আমরা বর্তমান সরকারের কাছে সকল সীমান্ত হত্যার বিচারের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

ফেলানী হত্যা দিবস উপলক্ষে সীমান্ত হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘আজকের এই দিনে, ফেলানী তোমার মনে পড়ে’, ‘ফেলানীর রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ভারতীয় আগ্রাসন, বন্ধ করো করতে হবে’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ২০১১ সালে ভারতীয় বাহিনী ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলো। আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জীবন দিয়েছে। ভারত এখনো সীমান্ত হত্যা বন্ধ করেনি। ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে আধিপত্যবাদী মনোভাব নিয়ে চলে। সেদিন ভারত ফেলানীর লাশ ঝুলিয়ে রাখেনি, তারা বাংলাদেশের মানচিত্রকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলো। আমরা ফেলানী হত্যাসহ সকল সীমান্ত হত্যার বিচর চাই।


একুশে সংবাদ/ এস কে

Link copied!