AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত


যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা সহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবিসাসের সাবেক সভাপতি মো. জহুরুল ইসলাম।


মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে  আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে কেককাটা ও "ছাত্র জনতার অভ্যুত্থান; ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা" শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।


এ সময় তিনি বলেন, সাংবাদিকতায় যদি সত্য না থাকে তবে সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়, আবার এই সত্যই যদি সাংবাদিকরা প্রকাশ করে তখন সমাজ এবং দেশের মানুষরা উপকৃত হয়। সাংবাদিকরা হলো রাষ্ট্রের দর্পন, তারা নির্ভীক ও সাহসী। এখানে কাজ করতে হলে মেধা, তীব্র ইচ্ছা ও ধৈর্য্য তিন গুণের সমাহার প্রয়োজন। আমি আশা করব যবিপ্রবিসাসের সদস্যরা যবিপ্রবি থেকে দূর্নীতি পরিশুদ্ধ করণে কাজ করবে।


দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, আমি দায়িত্বে থাকাকালীন একটি পয়সারও দূর্নীতি করব না। পাশাপাশি যবিপ্রবিতে দায়িত্বরত যে কেউ বা তাদের আত্মীয়স্বজন দূর্নীতিতে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। আমি আশা করছি যবিপ্রবিসাস বিশ্ববিদ্যালয়ের সুনাম তুলে ধরার পাশাপাশি দূর্নীতি, অনিয়ম নিয়ে অনুসন্ধানী মূলক কাজও করবে।


আলোচনা সভায় সমিতির নবগঠিত কমিটির সাধারন সম্পাদক এ টি এম মাহফুজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি‍‍`র বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড.মো: মীর মোশাররফ হোসেন, যবিপ্রবি প্রক্টর ড. মো: আমজাদ হোসেন। এ ছাড়া যবিপ্রবিসাস নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক সাধারন সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. সজীবুর রহমান।


অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি মোঃ ওয়াশিম আকরাম বলেন, যবিপ্রবি সাংবাদিক সমিতি কারো বিপক্ষে নয়  সাংবাদিক সমিতি সর্বদা অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে। এসকল অপকর্মে যারাই জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে যবিপ্রবি সাংবাদিক নিউজ করে তাদের মুখোশ উন্মোচন করবেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রা ও গবেষণার সফলতা লেখনীর মাধ্যমে তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


উক্ত অনুষ্ঠানে যবিপ্রবিসাসের বিভিন্ন সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এতে দৈনিক খবরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোতালেব হোসাইন কে বর্ষসেরা প্রতিবেদক, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোস্তফা গালিব কে বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক ও দৈনিক আমাদের সময়ের যবিপ্রবি প্রতিনিধি শিহাব উদ্দিন সরকার কে বর্ষ সেরা ফিচার লেখক সম্মাননা ২০২৪ প্রদান করা হয়। এছাড়া যবিপ্রবিসাসে যুক্ত হওয়া নবীন সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনটির সদস্যরা।


এছাড়া অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক, হল প্রভোস্ট ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও  সাংবাদিক সমিতির সকল সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।


একুশে সংবাদ///র.ন

Link copied!