AB Bank
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠিত


Ekushey Sangbad
কুবি প্রতিনিধি
১১:২৯ পিএম, ১০ জানুয়ারি, ২০২৫
নারায়ণগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘নারায়ণগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে আয়োজন করা হয় ‘পুনর্মিলনী-২০২৫’। 

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে কোটবাড়ির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জহুরা মিম।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে বরণ করে নেওয়া হয় এবং প্রবীণদের বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান, সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা এবং নারায়ণগঞ্জ জেলা থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান বলেন, "মানুষের সফলতা শুধু মেধা ও দক্ষতার ওপর নির্ভর করে না, বরং নেটওয়ার্কিং এবং যোগাযোগ দক্ষতা এর বড় অংশ। সংগঠনের মাধ্যমে নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি হয় এবং নেতৃত্বগুণের বিকাশ ঘটে, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

সংগঠনের প্রতিষ্ঠাতা তানভীর আহমেদ, যিনি ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন, বলেন, "২৬ জন শিক্ষার্থীকে নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু করেছিল। তখন একটি প্রোগ্রামে ১৫ জনও উপস্থিত হতো না। আঞ্চলিক সংগঠনগুলো তৈরি হয় প্রাণের বন্ধনে। তোমাদের এখন থেকেই ক্যারিয়ারের লক্ষ নির্ধারণ করতে হবে—দেশে কিংবা বিদেশে কাজের পরিকল্পনা যা-ই হোক, তা ঠিক করে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, নতুবা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে হোঁচট খেতে হবে।"

অনুষ্ঠানে উপস্থিত এডভোকেট কামাল হোসেন জয় বলেন, "আমি প্রায় চার বছর হলো সাবেক হয়ে গেছি। ক্যাম্পাসের আঞ্চলিক সংগঠন থেকে ডাক পেলে এখনো ভালো লাগে। সংগঠন করলে সময় ও অর্থ ব্যয় হয় ঠিকই, কিন্তু এর মাধ্যমে কানেক্টিভিটি বাড়ে। নবীন শিক্ষার্থীরা যেকোন বিপদে পড়লে প্রথমে এগিয়ে আসে এই সংগঠনের সদস্যরাই।"

 সংগঠনটির সভাপতি জাফরুল হাসান লিসান বলেন, "আমাদের সংগঠনের মূল কার্যক্রমের পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সহযোগিতা করার চেষ্টা করেছি। যদিও সব সময় সম্পূর্ণ সফল হতে পারিনি, তবে আমার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি এবং আগামীতেও করব।"

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!