যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে প্রতি বিভাগ হতে ২ জন অ্যালামনাই প্রতিনিধি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) কেমিকৌশল বিভাগ এর সহযোগী অধ্যাপক ড. মোঃ রাফিউল হাসান ও ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ এর সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভীদ আনজুম এক বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে প্রতি বিভাগ থেকে ২ জন প্রতিনিধি মনোনীত করা হবে। বিভাগের ক্লোজড ফেসবুক/হোয়াটসঅ্যাপ গ্রুপে পোলিং সিস্টেমের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে হবে। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ২ জনকে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হবে। প্রমান সাপেক্ষে ভোটের রেজাল্টের স্ক্রিনশট বা সফট কপি জমা দিতে হবে অথবা বিভাগীয় চেয়ারম্যানের সুপারিশ যুক্ত করতে হবে।
এছাড়া, প্রতিনিধির নাম ১৮ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে প্রেরণ করতে বলা হয়। সময়মতো প্রতিনিধির তালিকা না পেলে, তা ঐ বিভাগের অনাগ্রহ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে অন্য বিভাগের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে অতিরিক্ত প্রতিনিধি কো-আপ্ট করা হবে।
উল্লেখ্য এই কমিটির কাজ হবে স্বচ্ছ পদ্ধতিতে সকলের কাছে গ্রহণযোগ্য ও কার্যকরী কমিটি গঠন করা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :