কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থী শরীফ মিয়া এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোনিয়া সুলতানা।
শনিবার (১১ জানুয়ারি) সহ-সভাপতি-১ আবু সালেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক-১ সোনিয়া সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নব্য সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা বলেন, `আমি আমার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবো এবং সবাইকে সাথে নিয়ে সংগঠনের স্বার্থে কাজ করার চেষ্টা করবো।`
সভাপতি শরীফ মিয়া বলেন, `আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ যে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট`স এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণের সুযোগ পেয়েছি। এই সংগঠনটি আমাদের জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার। পাশাপাশি, তাদের ব্যক্তিগত ও একাডেমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।`
তিনি আরও বলেন, `সভাপতি হিসেবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, সংগঠনের সকল সদস্যদের সঙ্গে নিয়ে একত্রে কাজ করব এবং আমাদের জেলার শিক্ষার্থীদের যে-কোনো প্রয়োজন এগিয়ে আসব। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচিতি সবার মাঝে তুলে ধরতে আমরা আরও উদ্যমী হব।`
উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে উক্ত কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :