তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন। এ সময় শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে গণ-অনশন কর্মসূচি পালন করছেন।
সোমবার সকালে ক্যাম্পাসের প্রধান ফটকে তালা দেওয়ার মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি হলো:
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ হস্তান্তরের চুক্তি অবিলম্বে স্বাক্ষর করতে হবে।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের নির্মাণকাজ দ্রুত শুরু করে নির্ধারিত সময়ে শেষ করতে হবে।
3. আবাসনের ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা প্রদান করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা প্রধান ফটকসহ বিভিন্ন বিভাগের ফটকে তালা ঝুলিয়ে তাদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছে। রোববার রাত থেকে শুরু হওয়া গণ-অনশন সোমবারও অব্যাহত রয়েছে।
প্রধান ফটকে তালা থাকায় কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :