যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি (জিইবিটি) বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের (মাস্টার্স) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১২ ই ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদনের যোগ্যতা হলো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি/ বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি/বোটানি/ফার্মেসি/ প্রাণিবিদ্যা/মাইক্রোবায়োলজি/এগ্রিকালচার/ভেটেনারিতে চার বছরের স্নাতক ডিগ্রী সহ সিজিপিএ চার এর মধ্যে ন্যূনতম সিজিপিএ তিন সমমান। যবিপ্রবি শিক্ষার্থীদের আবেদনযোগ্যতা শিথিল যোগ্য।
জিইবিটি বিভাগের অফিস বা ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে অথবা সরাসরি অফিস হতে আবেদন ফরম সংগ্রহ করে জমা দিতে পারবে।
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে সমস্ত অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট মার্কশিট এবং সার্টিফিকেট এর ফটোকপি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবির দুই কপি (অভ্যন্তরীণ প্রার্থীরা উপস্থিত সার্টিফিকেট সহ আবেদন করতে পারেন)।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে এবং ফলাফল প্রকাশ হবে ২০ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে । ভর্তি শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ পর্যন্ত । ভর্তি ফরম সরাসরি বিভাগীয় অফিস কিংবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :