AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবিতে অনুষ্ঠিত হয়েছে ‍‍`লিও ইনস্টলেশন-২০২৫‍‍`


Ekushey Sangbad
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৭:০৮ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৫
কুবিতে অনুষ্ঠিত হয়েছে ‍‍`লিও ইনস্টলেশন-২০২৫‍‍`

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‍‍`লিও ইনস্টলেশন-২০২৫‍‍`। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটির স্পন্সরে ছিল লায়নস ক্লাব অব ঢাকা কিংস। উক্ত অনুষ্ঠানে লায়নস ক্লাব অব ঢাকা কিংসের সদস্যবৃন্দসহ কুমিল্লা লায়নস ক্লাব এবং বিশ্ববিদ্যালয়ের লিও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের শুরুতে লিওদের বরণ শেষে নবীন লিওদের শপথ বাক্য পাঠ করানো হয়। শেষে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেয় কুবি লিও ক্লাবের সদস্যরা। এরপর পূর্বে অনুষ্ঠিত বিভিন্ন খেলাধুলা, শর্টফিল্ম প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

কুবি লিও ক্লাবের সদ্য সাবেক সভাপতি শারমিন আক্তার কেয়া বলেন, ‍‍`আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি; ২-৩ মাসের মধ্যে আমরা ৪ টা সার্ভিস প্রোগ্রাম করতে পেরেছি এবং খুব ভালোভাবে করছি। যার মধ্যে ডায়াবেটিস টেস্ট ক্যাম্প ছিল ও চক্ষু পরীক্ষা ক্যাম্প ছিল।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`আজকে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে। যখন আমার কাছে ক্লাবটি আসে প্রায় মৃত ছিল। সদস্য সংখ্যা খুব কম ছিল। কিন্তু আজকে আমার সামনে অর্ধশতাধিক লিও রয়েছে। আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব ছিল না। এরমধ্যে কয়েকটি মানুষের নাম না নিলে হয় না লায়ন লিও ক্লাব কুমিল্লা ইউনিভার্সিটি আজহার মাহমুদ স্যার। ওনার গাইড লাইন ছাড়া এই জায়গায় আসা কখনো সম্ভব ছিল না। লিও ইজমের ইন্সপিরেশন আম্মান ইসলাম রাহিল, যাকে আপনার ডিসট্রিক্ট প্রেসিডেন্ট হিসেবে চিনেন। আমাদের ক্লাবের কো-এডভাইজার লায়ন জাকারিয়া স্যার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সাথে ছিলেন। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।‍‍`

কুবি লিও ক্লাবের দায়িত্বপ্রাপ্ত নতুন সভাপতি তরিকুল ইসলাম মঈন বলেন, ‍‍`আমি চার বছর ধরে ক্লাবের সাথে আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাকে দায়িত্ব দেওয়ার জন্য। আমি আরও ধন্যবাদ জানাই ক্লাবের এডভাইজার আজহার স্যার ও কো-এডভাইজার জাকারিয়া স্যারকে। যার দিকনির্দেশনায় আমরা প্রোগ্রামটি সঠিকভাবে করতে পেরেছি। ২০২০ সালের পর ক্লাবের উন্নয়ন হয়েছে। আপনারা দোয়া করবেন কেয়া আপু যে সর্ভিস প্রোগ্রাম করেছে, আমি এর দ্বিগুণ সার্ভিস প্রোগ্রাম করতে পারি। আমাদের একটি কোলিং প্রোজেক্ট আসছে যে আমার ক্যাম্পাসে ক্লাস নিবো।‍‍`

 


একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!