AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউনিসেফ বরিশাল ডিভিশনাল উইং এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৩:০৭ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৫
ইউনিসেফ বরিশাল ডিভিশনাল উইং এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ

ইউনিসেফ বরিশাল ডিভিশনাল উইং এর পক্ষ থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শীতার্ত মানুষের মাঝে উপহারসামগ্রী (উষ্ণ কাপড়) দেওয়া হয়েছে।

শীত কিছু মানুষের জন্য আরামদায়ক হলেও, অনেকের জন্য এটি হয়ে দাঁড়ায় কষ্টের। এই উপলব্ধি থেকে, ইউনিসেফ বরিশাল ডিভিশনাল উইং এর পক্ষ থেকে বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উষ্ণ কাপড় উপহার হিসেবে দেওয়ার জন্য আয়োজন করে "উষ্ণতার পরশ 2.0", যার মাধ্যমে তারা এই কঠিন সময়ে অসহায়দের কিছুটা সাহায্য করার চেষ্টা করে।

উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং দুমকী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ বলেন,‍‍` শিক্ষার্থীদের এমন কাজ সত্যিই প্রশংসার দাবিদার। তারা নিজেদের ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে পুরো ফান্ড কালেক্ট করেছে।‍‍` এসময় তিনি একাত্মতা প্রকাশ করে আরও ৫০ টি উষ্ণ কাপড় দিবেন বলেন। এমন একটি মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।  

এছাড়া বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বরিশালের আদর্শ পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিসেফ এর পক্ষ থেকে আরও ৫০টি উপহারসামগ্রী বিতরণ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন- ইউনিস্যাবের এডভাইজার সরকারি ব্রজমোহন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (সার্স্টেক) লেকচারার (টেকনিক্যাল) ইঞ্জিনিয়ার মোঃ জাহিদ মুরাদ শুভ। এমন একটি উদ্যোগের সাথে থাকতে পেরে তারা গর্বিত হয়েছেন এমন জানিয়েছেন।

এ সময় ইউনিসেফ বরিশাল ডিভিশনাল উইং এর রিজিওনাল সেক্রেটারি নওশীন তাবাসসুম মালিহা বলেন, “উষ্ণতার পরশে কেটে যাক শীতের রুক্ষতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা ক্যাম্পাসের আশেপাশের দুঃস্থ, দরিদ্র, অসহায় ও শীতার্ত কিছু সংখ্যক মানুষের মাঝে অল্প পরিসরে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যদিও সংখ্যাটা অতিসামান্য। আমাদের আর্থিক সাহায্য এসেছে ক্যাম্পাসের সকল সাধারণ শিক্ষার্থীদের থেকে। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আগামীতে যারা আসবে তারা যেন পরবর্তীতে আরও বড় পরিসরে ভালো কিছু করতে পারে এই প্রত্যাশা রইলো। এর জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

এই মহৎ উদ্যোগে যারা শ্রম, আর্থিক সহযোগিতা দিয়ে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানান তিনি। ইউনিসেফ বরিশাল ডিভিশনাল উইং শীতকালে "উষ্ণতার পরশ", ঈদের সময় " ঈদ ফর স্ট্রীট চিল্ড্রেন" প্রভৃতি আয়োজন করে থাকে। এছাড়াও তাদের সদস্যদের দক্ষতাবৃদ্ধির জন্য বেশ কিছু ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম এর আয়োজন করে থাকে।

উল্লেখ্য, "লিডারশীপ থ্রু ভলান্টিয়ারিজম" এই স্লোগানকে ধারণ করে ইউনিস্যাব ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এর পূর্ণরূপ ইউনাইটেড স্টুডেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ যারা কিনা তরুণদের নিয়ে কাজ করে নেতৃত্বের গুণাবলি জাগিয়ে তোলার জন্য। প্রতিষ্ঠাকাল থেকে ভলান্টারি কাজের মাধ্যমে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত ১৭ এসডিজি নিয়ে কাজ করে ইউনিসেফ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!