কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে মার্কেটিং বিভাগ (ছেলে) এবং বাংলা বিভাগ (মেয়ে)। এছাড়া টুর্নামেন্টে ছেলে এবং মেয়েদের উভয় দলেই তৃতীয় স্থান অর্জন করেছে লোক প্রশাসন বিভাগ।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ আয়োজিত হয়।
উক্ত টুর্নামেন্টে ছেলেদের মধ্যে ফাইনাল ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন মার্কেটিং বিভাগের রেজাউল করিম। টুর্নামেন্ট সেরা হয়েছেন গণিত বিভাগের ফাহিম চৌধুরী। অন্যদিকে মেয়েদের মধ্যে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন ইশরাত ইশু এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন তাওহিদা সোনালি।
টুর্নামেন্ট সেরা গণিত বিভাগের শিক্ষার্থী ফাহিম চৌধুরী বলেন, ‘প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছি এটা অবশ্যই আনন্দের। আমি গত ১০ বছর ধরে ভলিবল খেলতেছি। আমরা যোগ্য দল হিসেবেই ফাইনালে এসেছি। কিন্তু ভাগ্য খারাপ আমরা হেরে গেছি। তবে আমাদের আশা থাকবে সামনে চ্যাম্পিয়ন হওয়া।`
ছেলেদের ফাইনালে ম্যাচসেরা মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম বলেন,‘আমাদের পুরো দলই যথেষ্ট ভালো খেলছে। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। আমরা এই নিয়ে ৪বারের চ্যাম্পিয়ন। ইন শা আল্লাহ সামনেও আমরা ভালো করবো।’
এছাড়া মেয়েদের ফাইনাল সেরা বাংলা বিভাগের শিক্ষার্থী তাওহিদা নাসরিন সোনালী বলেন, ‘আমরা গত ২০ দিন ধরেই পরিশ্রম করেছি। ভলিবল খেলায় বাংলা বিভাগের নারী দল টানা দুই বার চ্যাম্পিয়ন এবং আমিও দুই বার প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছি। আশা করি বাংলা বিভাগের সহযোগিতায় বিশেষ করে বিদ্যুৎ স্যারের সহযোগিতায় আমি আরো এগিয়ে যেতে পারব।’
উল্লেখ্য, ছেলেদের ফাইনালে গণিত বিভাগকে ২-১ সেটে হারিয়ে মার্কেটিং বিভাগ এবং প্রত্নতত্ত্ব বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা বিভাগ। এছাড়া গত ১৩ জানুয়ারি (সোমবার) বিকাল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে ১৭টি বিভাগের অংশগ্রহণের মাধ্যমে এই আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :