AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাবি ক্যাম্পাসে গাছ থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় মিলেছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫৯ পিএম, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাবি ক্যাম্পাসে গাছ থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় মিলেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া লাশের পরিচয় শনাক্ত হয়েছে। মৃত ব্যক্তির নাম আবু সালেহ (৪৫), তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি জানান, মৃত ব্যক্তির সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। এছাড়া তার আঙুলের ছাপ এনআইডি সার্ভারের সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মজিবুর রহমান গণিত ভবনের বিপরীতে জিমনেসিয়ামের পাশের একটি গাছ থেকে আবু সালেহ-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস দল মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা জানান, সকাল ৮টার দিকে ক্লাস করতে এসে তারা মরদেহটি দেখতে পান। মরদেহটি গাছের ডালে দড়ি দিয়ে ঝুলানো ছিল। পরে প্রক্টোরিয়াল টিম এসে শাহবাগ থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে, রাত অথবা ভোর রাতে এ ঘটনা ঘটে থাকতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, "মরদেহের ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পুলিশ অবগত করবে।"

 

একুশে সংবাদ/দ.স/এনএস

Link copied!