AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

পরীক্ষা না নিয়েই ছাত্রলীগ নেত্রী পাস করিয়ে দেয়া সেই শিক্ষক প্রশাসনে বহাল তবিয়তে


Ekushey Sangbad
গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি
০৩:১৭ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৫
পরীক্ষা না নিয়েই ছাত্রলীগ নেত্রী পাস করিয়ে দেয়া সেই শিক্ষক প্রশাসনে বহাল তবিয়তে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশগ্রহণ না করলেও পাস করিয়ে দেওয়া সেই শিক্ষক প্রশাসনিক দায়িত্বে বহাল তবিয়তে থাকায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত শিক্ষক গনিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনকে এ মাসেই বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের পরিচালক করা হয়। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদের সমন্বয়ক  করায়ও ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।অনতিবিলম্ব এ শিক্ষকের অপসারণ দাবি করেছেন শিক্ষার্থীরা।

এদিকে এ ঘটনা তদন্তে ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২২ জানুয়ারি) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তানজিউল ইসলাম জীবনকে আহবায়ক, গনিত বিভাগের শিক্ষক মোঃ হান্নান মিয়াকে সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড.মোঃ ইলিয়াছ প্রামানিককে সদস্য করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এই কমিটি গঠন করেন। 

তবে শিক্ষার্থীরা বলছেন প্রশাসনিক দায়িত্বে বহাল রেখে তার বিরুদ্ধে তদন্ত করায় এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। তাই ওই শিক্ষকের সকল প্রশাসনিক পদ থেকে অপসারণ দাবি করেন তারা।

উল্লেখ্য,  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী, গণিত বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী মিড পরীক্ষায় অংশ না নিয়েও ২১ নাম্বার পান এবং ওই কোর্সে পাস করিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে একই বিভাগের কোর্স শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে। তবে ওই শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন। এ ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ায় মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!