AB Bank
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বেরোবিতে পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস

সংবাদ প্রকাশের পর সেই  শিক্ষককে অর্থ ও হিসাব পরিচালক পদ হতে অব্যাহতি


Ekushey Sangbad
গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি
০৮:৩৬ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৫
সংবাদ প্রকাশের পর সেই  শিক্ষককে অর্থ ও হিসাব পরিচালক পদ হতে অব্যাহতি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ উঠায় তাকে প্রশাসনিক পদ হতে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) তাকে উক্ত পদ হতে অব্যাহতি দিয়ে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। একই ঘটনায় প্রফেসর ড. মোঃ রুহুল আমিনকে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ‘এ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী, গণিত বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী মিড সেমিস্টার পরীক্ষায় অংশ না নিয়েও ২১ নাম্বার পান এবং ওই  পাস করিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে একই বিভাগের কোর্স শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে। তবে ওই শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন। এ ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ায় মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!