কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছেলে শিক্ষার্থীদের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সপ্তাহব্যাপী অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) হলের আবাসিক শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজন শুরু করা হয়।
উক্ত প্রতিযোগিতায় ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), দাবা, লুডু (একক ও দ্বৈত), কার্ড, ফুসবল এবং টেবিল টেনিস (একক ও দ্বৈত) খেলাগুলো আছে। এই সপ্তাহ সকল রাউন্ডের খেলা শেষ করে পরবর্তীতে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে বলেও জানা যায়।
আয়োজনের বিষয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের ও ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী ফরহাদুল ইসলাম খান নাঈম, `গত চার পাঁচ বছর অনেক অপেক্ষা থাকা সত্ত্বেও স্পোর্টস আর এমন কালচারাল প্রোগ্রাম পাইনি। যা আমাদের জন্য দুঃখজনক ছিলো। বিগত প্রভোস্টকে অনুরোধ করেও সম্ভব হয় নি। বর্তমান প্রভোস্ট ও হাউজ টিউটর এবং শিক্ষার্থীদের এমন উদ্যোগ খুব ভালো। আশা করবো পরবর্তী দিনেও যেন এমন প্রোগ্রাম হয়।`
আয়োজনের বিষয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ও ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, `হলে এধরণের আয়োজন আমরা দেখিনি। এবার হয়েছে তাই হল প্রশাসনকে অনেক ধন্যবাদ। আমরা হলের আবাসিক শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে সব খেলায় অংশগ্রহণ করছি, সিনিয়র জুনিয়র সবার মেলবন্ধনে ভালো সময় কাটছে।`
উক্ত ক্রীড়া প্রতিযোগিতার বিষয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ জিয়া উদ্দীন বলেন, `আমরা সপ্তাহব্যাপী কয়েকটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। তবে সেমিফাইনাল এবং ফাইনালের তারিখ পরে ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যে আমরা সেমিফাইনাল ও ফাইনাল সম্পন্ন করবো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে সেমিফাইনাল, ফাইনাল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।`
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :