AB Bank
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবিতে সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৮:৫৯ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৫
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবিতে সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে অন্তঃবিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল জিমনেসিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পোস্টার প্রেজেন্টেশনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় থেকে ১৫০ জনের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায় থেকে ১০ জন করে মোট ২০ জনকে পুরস্কার হিসেবে নগদ অর্থপ্রদান, একটি ক্রেস্ট এবং একটি সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, এছাড়া উপস্থিত ছিলেন- ট্রেজারার (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ হোসেন আল মামুন, রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপিকা নার্গিস বেগম, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নকিব মোহাম্মদ নসরুল্লাহসহ আরও অনেকে।

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রধান অতিথি এবং অন্যান্য শিক্ষকবৃন্দ পোস্টারগুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের প্রেজেন্টেশনের মাধ্যমে স্নাতক পর্যায় থেকে ১০টি পোস্টার এবং স্নাতকোত্তর পর্যায় থেকে ১০টি পোস্টার নির্বাচিত করেন। যাদের মধ্যে স্নাতক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে পিএমই বিভাগের মোঃ আব্দুর রহমান, দ্বিতীয় স্থান অর্জন করেছে পদার্থবিজ্ঞান বিভাগের মহসিনা ফারিহা মৌ, তৃতীয় স্থান অর্জন করেছে ইইই বিভাগের ফৌজিয়া ইয়াসমিন তন্মি। এছাড়াও ৪র্থ থেকে ১০ম স্থানে রয়েছে অদিতি বিশ্বাস, সাব্বির মাহমুদ, রিফাত রায়হান, মোসাঃ জান্নাতুল ফেরদৌস, নৌসিন ইয়াসমিন, নুসরাত জাহান তৃশা, কাজী মোঃ আজমান হোসেইন। এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে গণিত বিভাগের মিস আয়েশা খাতুন, দ্বিতীয় স্থান অর্জন করেছে রসায়ন বিভাগের মোঃ আতাউল্লাহ, তৃতীয় স্থান অর্জন করেছে রসায়ন বিভাগের শাহনাজ কবির। এছাড়াও ৪র্থ থেকে ১০ম স্থানে রয়েছে বিপুল কুমার সেন, মোঃ অপু হোসেন, রায়হান ইসলাম, মেহের নিগার, মোঃ নাসির উদ্দিন, মোঃ নূর আলম, ফারিয়া ইসলাম।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি সকল প্রতিযোগীদেরকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়াতে প্রথমবারের মতো সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। আমরা এত বেশি সংখ্যক অংশগ্রহণকারী পাবো তা ভাবিনি। শিক্ষার্থীরা যে আগ্রহ দেখিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। পাশাপাশি উপাচার্য স্যার, আহ্বায়ক কমিটি, বিচারক মণ্ডলী, যবিপ্রবি রিসার্চ সোসাইটিসহ যারা আমাদের এই কাজে সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ। আমাদের এই প্রতিযোগিতা প্রতি বছর চালু থাকবে।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানের ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করে যবিপ্রবি রিসার্চ সোসাইটি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!