AB Bank
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বুকম্যান স্টুডেন্টস কেয়ার’ কোচিংয়ে বৃত্তিপ্রাপ্তদের আর্থিক অনুদান প্রদান


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৫:০৯ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
‘বুকম্যান স্টুডেন্টস কেয়ার’ কোচিংয়ে বৃত্তিপ্রাপ্তদের আর্থিক অনুদান প্রদান

ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়ায় ‘বুকম্যান স্টুডেন্টস কেয়ার’ কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘বুকম্যান শিক্ষা পরিবার মেধাবৃত্তি ২০২৪’ এ বৃত্তিপ্রাপ্তদের সার্টিফিকেট ও ক্রেস্টসহ আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বুকম্যান স্টুডেন্টস কেয়ার কোচিং সেন্টারে এটি অনুষ্ঠিত হয়। এতে ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে কোচিংটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর ও বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক এমিলি খাতুন। এছাড়াও অতিথি হিসেবে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আয়নাল হোসেন, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমুল ফিরোজ সাগর,  জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালেহা খাতুন, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিবলী রহমান, মোল্লা এগ্রো সাইন্সের ডিরেক্টর এডভোকেট মুস্তাফিজুর রহমান ও বুকম্যান স্টুডেন্টস কেয়ারের পরিচালক নাঈমুর রহমান লাবন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা পরীক্ষার পদ্ধতি, পরিবেশ, মানসম্মত প্রশ্নে সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই ধারাকে অব্যাহত রাখতে পরামর্শ দেন।

আয়োজনের বিষয়ে বুকম্যান স্টুডেন্টস কেয়ারের পরিচালক নাঈমুর রহমান জানান, চলমান শিক্ষাবর্ষে নতুন শিক্ষাপদ্ধতি প্রণয়নের, দেশের বিশৃঙ্খল পরিস্থিতি এবং পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের ফলে অনেক মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছিল না। তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি অন্যান্য জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ভাবে গড়ে তুলতে এ আয়োজন। এ ধরনের উদ্যোগে অবিভাবকদের সার্বিক সহযোগিতা পেলে এই ধারা অব্যাহত থাকবে। 

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর সকাল সাড়ে নয়টায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত প্রথম শিফটের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেড়শ শিক্ষার্থী অংশ নেন এবং ১৬ নভেম্বর সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় শিফটে ২য় ও ৩য় শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দুপুর আড়াইটায় তৃতীয় শিফটে ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরীক্ষা দেন। উভয় শিফটে ২০০ জন করে শিক্ষার্থী অংশ নেন। এতে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও রাজবাড়ী জেলার ২য় থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ৫৫০ জন শিক্ষার্থী অংশ নেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!