AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ মুজিব একাডেমিক ভবনের নাম পরিবর্তন করলো যবিপ্রবি শিক্ষার্থীরা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:০১ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
শেখ মুজিব একাডেমিক ভবনের নাম পরিবর্তন করলো যবিপ্রবি শিক্ষার্থীরা

স্বৈরাচার শেখ হাসিনার ফের বক্তব্যের প্রতিবাদে মশাল মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) শিক্ষার্থীরা। মিছিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নামফলক পরিবর্তন করে ‍‍`শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন‍‍` সংবলিত ব্যানার ঝুলিয়ে দিয়েছে তাঁরা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা "শেখ হাসিনার কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও", "স্বৈরাচারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না", "আজকের এই দিনে, আবরার তোমায় মনে পড়ে", "সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না" ইত্যাদি স্লোগান দিতে থাকে।

মিছিল শেষে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী হান্নান হোসেন বলেন, ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য শহীদ আবরার ফাহাদকে স্বৈরাচারীর দোসররা পিটিয়ে হত্যা করেছিল। তাঁরই স্মরণে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন এর নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন নামকরণ করা হয়েছে। 

শিক্ষার্থী হোসাইন মো. আল আরমান বলেন, নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অবগত করেছিলাম স্বৈরাচার শেখ পরিবারের নামে বিশ্ববিদ্যালয়ে যতগুলো স্থাপনা রয়েছে সেগুলোর নাম পরিবর্তন করার জন্য। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ভ্রুক্ষেপ না করায় আমরা নাম পরিবর্তন করে রেখেছি শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন।

গণিত বিভাগের শিক্ষার্থী মো. সুমন আলী বলেন, আমরা গতবছরের ২৭ নভেম্বর রেজিস্টার বরাবর নাম পরিবর্তনের জন্য চিঠি দিয়েছিলাম। আমরা মতবিনিময় সভাও করেছিলাম কিন্তু ফলাফল শূণ্য।

একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!