কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটির নবীন বরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিলের সঞ্চালনায় শনিবার (৮ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সকাল ১০ টার দিকে অনুষ্ঠিত হয়।
নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৫-এ প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর ড. আব্দুল্লাহ আল মাহবুব। এছাড়া, প্রশিক্ষক হিসেবে ছিলেন- কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি (প্রশাসন) মোঃ হাবিবুর রহমান হাবিব। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে সংগঠনে বরণ করে নেয়া হয়। কর্মশালা শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, `আপনাদের বুদ্ধিদীপ্ত তারুণ্যকে, শিক্ষাকে, বিতর্ককে সৃষ্টিসুলভ রাখেন, সবচেয়ে উপরে প্রাধান্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে যারা নবীন আছেন আপনাদের যাত্রা শুভ হোক। বিতার্কিক হিসেবে হোক অথবা সৃষ্টিশীল কবি হিসেবে হোক, লেখক হিসেবে হোক, ফটোগ্রাফার হিসেবে হোক, গায়ক হিসেবে হোক যেকোনো ভাবে হোক। অথবা আপনি একজন মোটিভেশনাল স্পিকার কিংবা ধর্মবেত্তা হিসেবে হোন কিন্তু সর্বোপরি নিজের জীবনযাপনটা জ্ঞানার্জনের মাধ্যমে করবেন, জীবন যাতে সার্থক হয়।`
কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল বলেন, `বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বিতর্ক এবং সংগঠনের সাথে পথচলা শাণিত করার লক্ষ্যে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি নবীন বরণ ও বিতর্ক কর্মশালার আয়োজন করে। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। তাই তাদের বিতার্কিক হিসেবে গড়ে তুলতে ডিবেটিং সোসাইটির কার্যক্রম অব্যাহত থাকবে।`
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :