AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবি সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ড. কামরুল ইসলাম


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৭:২৮ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
যবিপ্রবি সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ড. কামরুল ইসলাম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল ইসলাম। ৮ ফেব্রুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অধ্যাপক ড. সৈয়দ মো: গালিবকে সাময়িক বরখাস্ত করায় উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলামকে ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

উল্লেখ্য, সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে বিএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি মালয়েশিয়ার পাহাং ইউনিভার্সিটি (ইউএমপি) এবং ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেইন (ইউএল) থেকে যথাক্রমে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!