AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত বরণ ১৪৩১ উদযাপন


Ekushey Sangbad
আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি
০৫:৫৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত বরণ ১৪৩১ উদযাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বসন্ত বরণ ১৪৩১। ফাগুনের রঙ, উচ্ছ্বাস আর সুরের মূর্ছনায় মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বসন্তের আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজনে অংশ নেন।

প্রতিবছরের মতো এবারও সিএসই অনুষদ বসন্তবরণের আয়োজন করে। তবে এবারের আয়োজক ছিল ব্যাচ নিরত্যয় ১৭। আয়োজনের সূচনা হয় বর্ণাঢ্য বসন্ত র‍্যালির মাধ্যমে, যেখানে শিক্ষার্থীরা বর্ণিল পোশাকে, ফুলের সাজে সজ্জিত হয়ে অংশ নেন। সকাল ১০টায় শুরু হওয়া র‍্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এরপর দিনব্যাপী পিঠা উৎসব ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা দেশীয় পিঠার স্বাদ উপভোগের পাশাপাশি রঙিন ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে ওঠেন। উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো সিএসই অনুষদের উদ্যোগে পবিপ্রবি ক্যাম্পাসে ঘুড়ি উৎসব আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলে।

“বন্ধুরা মিলে ঘুড়ি উড়ানোর মজাই আলাদা! প্রথমবার পবিপ্রবিতে এমন আয়োজন দেখে আমরা সত্যিই অবাক আর উচ্ছ্বসিত!” – ব্যবসায় অনুষদের এক শিক্ষার্থীর অভিব্যক্তি।

বিকেলে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সাংস্কৃতিক সন্ধ্যা আরও রঙিন হয়ে ওঠে।

সিএসই ক্লাবের বিভিন্ন টিমের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা নান্দনিক পরিবেশনা ও উৎসবের প্রাণবন্ত আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে সিএসই অনুষদের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্রী সাদিয়া ফারজানা মৌলি তার অনুভূতি প্রকাশ করেন, “প্রতিবারই বসন্ত বরণে লোকজ সংস্কৃতিকে ধারণ করা হয়, যার মধ্যে পুতিপাঠ অন্যতম। বরাবরের মতো এবারের পুতিপাঠও ছিল পরিচিত ‘কমলা সুন্দরী’র আখ্যানে, যা দারুণ অভিজ্ঞতা!”

এছাড়া, মৎস্যবিজ্ঞান অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী রিজভী বলেন,
“পবিপ্রবি ক্যাম্পাস আবারও তার পুরনো ছন্দে ফিরছে!”

একই অনুষদের শিক্ষার্থী তায়েসুর বলেন,
“এত সুন্দরভাবে সাজানো পবিপ্রবি আমি প্রথমবার দেখলাম!”

দেশীয় নানা ঢঙের গান, নৃত্য, আবৃত্তি, লোকজ ঐতিহ্যের আবহ এবং প্রাণবন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের বসন্ত বরণ উৎসব হয়ে উঠেছিল এক সত্যিকারের বর্ণিল উৎসব!

বসন্ত এসেছে, প্রাণের সুরে— পবিপ্রবির ক্যাম্পাসে রঙের নাচন উঠেছে ফিরে!

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!