ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের ৮টি বিভাগীয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে গড় উপস্থিতির হার ছিল ৮৩.৫২%।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বাকৃবির ৬টি অনুষদের আওতাধীন ১৮টি অঞ্চলে ১৭৭টি কক্ষে মোট ৮৭২৮ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনা করা হয়।
ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম প্রতিনিধিরা।
উপাচার্য জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। তিনি ঢাবির শিক্ষক-কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সহায়তাকারীদের প্রশংসা করেন।
ঢাবির ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর সমন্বয়ক ছিলেন বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক ও কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জয়নাল আবেদীন। এছাড়া ইউনিট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বাকৃবির পশুপালন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :