AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা ও মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০১:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা ও মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় রাখাল রাহা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত দশটায় যবিপ্রবির শহীদ মসীয়ূর রহমান হল থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ হল হয়ে বিশ্ববিদ্যালয়ের সকল প্রধান সড়ক প্রদক্ষিণ  করে প্রধান ফটকের সামনে  এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ মিছিলটি শেষ করে ।

এসময় শিক্ষার্থীরা "ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ", "ছাত্রলীগ গেছে যেই পথে ছাত্রদল যাবে সেই পথে", "শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না, চলবে না", "শিক্ষা চাঁদাবাজি, একসাথে চলে না, চলবে না", "দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত", "রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়", "আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "সন্ত্রাসীদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও", "সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও" সহ নানান স্লোগান দিতে থাকে। এসময় মহানবী (সা) কে কটুক্তির প্রতিবাদে "নবিজির অপমান, সইবে নারে মুসলমান", "রাখাল রাহার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন", "রাখাল রাহার ফাঁসি চাই, দিতে হবে" প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ-মিছিলে শিক্ষার্থীরা বলেন, কুয়েটে শিক্ষার্থীদের উপর  ছাত্রদল কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রদল কুয়েট হলের গ্লাস ভেঙেছে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমাদের দেশের জনগণের সম্পদ নষ্ট করেছে। কুয়েট প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেয় নাই, কুয়েটের উপাচার্য এ দায় এড়িয়ে যেতে পারেন না। এছাড়া যবিপ্রবি ক্যাম্পাসে কোন লেজুড়ভিত্তিক রাজনীতি চলবে না। ক্যাম্পাসের আশেপাশে কোথাও ছাত্রদলের কোন লিফলেট বা পোস্টার দেওয়া যাবে না। আমাদের ক্যাম্পাসে ছাত্রদল সহ সকল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে আরো বলেন, রাখাল রাহা ছদ্মবেশি সন্ত্রাস। আসল নাম সাজ্জাদুর রহমান, সে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করেছে। আমরা রাখাল রাহার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!