ড়জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী প্রেমঘটিত কারনে আত্মহত্যা চেষ্টা করেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুদ্বীপের এক মেসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করে ফোকলোর বিভাগের এই শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একই শিক্ষাবর্ষের পপুলেশন সায়েন্স বিভাগের এক শিক্ষার্থী প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলে পরে ছেলের চিৎকারে হলের আবাসিক শিক্ষার্থীরা মেয়েটিকে উদ্ধারে যায়।
ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা চেষ্টার পর প্রেমিকও দু`দফায় অগ্নিবীণা হল থেকে লাফিয়ে আত্মহত্যা চেষ্টা করলে হলের আবাসিক শিক্ষার্থীরা তাকে হল থেকে লাফিয়ে নিচে পড়া থেকে আটকে দেয়।
এ বিষয়ে প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ত্রিশাল মেডিকেল সেন্টারে নিলে ডাক্তার তাকে নিরাপদ বলে আস্বস্ত করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাকে ২ দিনের পর্যবেক্ষণে রাখা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :