কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে সহ-শিক্ষামূলক সংগঠন `বিজয় ২৪ অ্যাডভান্সড ইংলিশ ক্লাব`-র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে মডারেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মীর মো. ইকবাল হোসেন এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো.শান্ত মিয়া।
এছাড়া প্রচার সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের শামীম রেজাসহ মোট ২০ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এছাড়াও এই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে আছেন বিজয় হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং হলের আবাসিক শিক্ষকবৃন্দ।
দায়িত্বপ্রাপ্ত নতুন মডারেটর মীর মো. ইকবাল হোসেন বলেন,`আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে ইংরেজি ভাষা শুদ্ধ এবং সাবলীলভাবে নিজে শিখা এবং অন্যকে শিখানো ৷ আমাদের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে, তা হলো ভাষাগত দক্ষতা বিকাশ করা এবং সবার মধ্যে তাদের যোগাযোগের দক্ষতা বাড়ানো। সকল শিক্ষার্থীদের জন্য ইংরেজি শেখার উন্মুক্ত পরিবেশ তৈরি করা। ইংরেজি ভাষার প্রধান চারটি স্কিল রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং এ দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হওয়া। আমি বিশ্বাস করি একবিংশ শতাব্দীতে নিজেদের এগিয়ে রাখতে ইংলিশ এডভান্স ক্লাব হবে বিজয় ২৪ হলের শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা এক প্লাটফর্ম ৷`
উল্লেখ্য,উক্ত কমিটি আগামী ১ বছর জন্য দায়িত্ব পালন করবে।
একুশে সংবাদ/এ.জে
আপনার মতামত লিখুন :