কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন এবং ২ মার্চ পর্যন্ত পেমেন্ট করা যাবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯মিনিট পর্যন্ত (দিন-রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনও) আবেদন করা যাবে এবং আগামী ০২ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত পেমেন্ট করা যাবে। গত ১৯ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী`র সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আবেদন শুরু হয় গত ০২ ফেব্রুয়ারি। ২২ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১২টায় আবেদনের সময়সীমা শেষ হবার কথা ছিলো।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :