AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবির নাম ও লোগো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৫:০৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
পাবিপ্রবির নাম ও লোগো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। গতকাল (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১২ই আগস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৭১তম সভার ৭১.৩ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় নীতি নির্ধারকরা জরুরি আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১(১২) অনুসারে পাবিপ্রবিকে রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করেছেন।

এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন বা পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই কঠোর অবস্থান নেওয়ার পেছনে সম্প্রতি কয়েকটি রাজনৈতিক কর্মকাণ্ডকে কারণ হিসেবে মনে করা হচ্ছে। এর মধ্যে ছাত্রদল পাবিপ্রবির নামে কমিটি ঘোষণা এবং ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি আয়োজন করেছিল, যা প্রশাসনের নজরে আসে এবং এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

 

একুষে সংবাদ/বিএইচ

Link copied!