AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবির বাংলাদেশে এপিআই ডিপেন্ডেন্সি-অপরচুনিটি বিষয়ক সেমিনারের অনুষ্ঠিত


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৬:৫৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
পাবিপ্রবির বাংলাদেশে এপিআই ডিপেন্ডেন্সি-অপরচুনিটি বিষয়ক সেমিনারের অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘বাংলাদেশে এপিআই ডিপেন্ডেন্সি-অপরচুনিটি ‍‍`বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‎শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে ৪০১ নং কক্ষে এই সেমিনার আয়োজন করে রসায়ন সমিতি।

‎রসায়ন বিভাগের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান, ওয়ার্ল্ড এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের প্ল্যান্ট ডিরেক্টর মো. জাকির হোসেন, বিসিএসআইআর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো. হুমায়ূন কবির। এছাড়াও সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের  শিক্ষকবৃন্দ ।

‎শুরুতেই অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানায় বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের শিক্ষক মো. মাহাবুর রহমানের সঞ্চালনায় বিশেষজ্ঞগণ বক্তব্য রাখেন।

‎সেমিনারে শুরুতেই অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রথমে একটা গন্তব্য তৈরি করতে হবে। সব সময় তোমরা মনে রাখবে গন্তব্যে পৌঁছানোর রাস্তা কিন্তু সহজ নয়। অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হবে। এই বাধা উপেক্ষা করে অবশ্যই তোমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎পরে মো. জাকির হোসেন স্লাইড শেয়ারের মাধ্যমে তার কাজের এরিয়া, কাজের লক্ষ্য ও বিভিন্ন বিষয়ে তথ্যাদি তুলে ধরেন। বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশে এপিআই এর অবস্থান তুলে ধরেন। তিনি ইন্ড্রাস্ট্রি এবং বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করার এবং ছাত্রছাত্রীদের ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা দেন। তিনি এপিআই ইন্ড্রাস্ট্রির বাংলাদেশ ও বিভিন্ন দেশের তুলনা করে কভাবে এই সেক্টরকে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

‎শেষে ড. মো. হুমায়ূন কবির বলেন, রিসার্সে রসায়নের সুযোগ বেশি, উচ্চশিক্ষার ক্ষেত্রে কেমিস্ট্রি শিক্ষার্থীরা সুযোগ বেশি পায়। আমাদের বিসিএসআইআর যেকোনো শিক্ষার্থীদের কাজ করার সুযোগ আছে। এরপর তিনি স্লাইড শেয়ারের মাধ্যমে তার কাজের এরিয়া, কাজের লক্ষ্য ও বিভিন্ন বিষয়ে তথ্যাদি তুলে ধরেন।

‎সেমিনারের আয়োজন এবং প্রতিপাদ্য বিষয় নিয়ে জানতে চাইলে বিভাগীয় চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ বলেন আমার শিক্ষার্থীদের সকল বিষয়ে জ্ঞান দেয়ার জন্য একে একে একেক বিষয়ের উপর সেমিনার আয়োজন করা হয়। তাদের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে জবের পাশাপাশি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কিভাবে নিজেকে প্রস্তুত করবে এসব বিষয়ে যেকোনো সমস্যা বা প্রশ্ন যেনো তারা জানাতে ও বুঝে নিতে পারে তাই এই সেমিনারের আয়োজন।

‎সেমিনার সম্পর্কে জানতে চাইলে বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী সাহাদাত হোসেন বলেন, সেমিনার হলে অনেক কিছু নতুন নতুন বিষয় শিক্ষা অর্জন করা যায়। বিশেষজ্ঞদের সুচিন্তিত দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে অনেক হেল্পফুল হবে বলে আশা করছি।

‎রসায়ন সমিতি কর্তৃক আয়োজিত এই সেমিনারে বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি সহ  সমিতির সহ-সভাপতি ইশারত হোসেন, সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!