AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ন্ত্রণ হারিয়ে ইবির শিক্ষার্থীবাহী বাস ধানক্ষেতে, আহত ২৫


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৩:৪৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নিয়ন্ত্রণ হারিয়ে ইবির শিক্ষার্থীবাহী বাস ধানক্ষেতে, আহত ২৫

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবাহী ভাড়ায় চালিত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বিত্তিপাড়া এলাকায় রাস্তা থেকে ছিটকে পাশের ধানক্ষেতে পড়ে যায় বাসটি। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতাল, ইবি চিকিৎসাকেন্দ্র ও বাজার সংলগ্ন ডিনপেনসারিগুলোতে নিয়ে যাওয়া হয়। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে সকাল ১০টায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি দ্রুত গতিতে চলছিলো। এসময় সামনে থাকা পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে রাস্তার নিচের ধানক্ষেতে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এসময় পথচারী ও স্থানীয়রা বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করেন। তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতাল, ইবি চিকিৎসাকেন্দ্র ও বাজার সংলগ্ন ডিনপেনসারিগুলোতে চিকিৎসা দেওয়া হয়। বাসটিতে মোট ৪০ জনের মতো শিক্ষার্থী ছিলেন।

এদিকে গাড়ির ফিটনেস ও লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যালয়ের উপ-রেজিস্ট্রার মনিরুজ্জামান বলেন, গাড়ির ফিটনেস ও ড্রাইভারের লাইসেন্স আছে কিনা সে বিষয়ে পরিবহন দপ্তরে কোনো ডকুমেন্টস নেই।

খোঁজ নিয়ে জানা যায়, গাড়ি সরবরাহের জন্য ‘ওয়াসিস ট্রেডিং এজেন্সি’র সঙ্গে বিশ্ববিদ্যালয় চুক্তিবদ্ধ। এ বিষয়ে ‘ওয়াসিস ট্রেডিং এজেন্সি’র এক কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, আমাদের সুহাইল গাড়ি সব কাগজপত্র ঠিক আছে। ড্রাইভারের লাইসেন্সও আছে। তবে রাস্তা খারাপ এবং রাস্তায় বিভিন্ন ভ্যান, ট্রাক থাকায় ড্রাইভার হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এ বিষয়ে আমাদের মালিক সমিতির মিটিং চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে যায়। প্রায় ২৫ জন শিক্ষার্থীর মতো আহত হয়েছে। আহতদের ইবির চিকিৎসাকেন্দ্র ও কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। কারো উচ্চতর চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যবস্থাও নেওয়া হবে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল-মামুন বলেন, শিক্ষার্থীদের নিয়ে বাসটি কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান ক্ষেতে উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!