AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ড. ইউনুস সতেরোটা মন্ত্রনালয়ের দায়িত্বে, আমার দোষ কি?’ —ইবি উপ-উপাচার্য


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৭:১৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
‘ড. ইউনুস সতেরোটা মন্ত্রনালয়ের দায়িত্বে, আমার দোষ কি?’ —ইবি উপ-উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী একইসঙ্গে উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে তিনি সুষ্ঠুভাবে উভয় দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। 

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনার প্রেক্ষিতে পরিবহন প্রশাসকের পদত্যাগসহ তিন দাবিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। এসময় শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে না পেরে শুধুমাত্র ক্ষমতার লোভে দুটি পদ দখল করে রাখা থেকে উপ-উপাচার্যকে বিরত থাকার আহ্বান জানান তারা। একইসঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল ও খুলনা-কুষ্টিয়া মহাসড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। মানববন্ধনে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, সহ-সভাপতি উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মীমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস সূত্রে, মঙ্গলবার কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে ইবির শিক্ষার্থীবাহী ভাড়ায় চালিত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হন। দুর্ঘটনায় পতিত ওই বাসটিতে মোট ৪০ জনের মতো শিক্ষার্থী ছিলেন। এদিকে দুর্ঘটনা এড়াতে শিক্ষার্থীবহনকারী ফিটনেসবিহীন সকল বাস ও অদক্ষ চালকদের অপসারণের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সকল বাস অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে নতুন বাস, দক্ষ চালক এবং কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মানববন্ধনে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, গতকাল চালকের গাফিলতির কারণে বাস দুর্ঘটনা ঘটে। এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। ক্যাম্পাসের পরিবহনের এহেন অবস্থার দায় স্বীকার করে উপ-উপাচার্যকে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং যোগ্য শিক্ষককে নিয়োগ দিতে হবে। এছাড়া প্রশাসন দীর্ঘদিন ফিটনেসবিহীন ও অদক্ষ বাসচালকের মাধ্যমে শিক্ষার্থীদের চলাচলের ব্যবস্থা করে রেখেছে। অনতিবিলম্বে পরিবহণ পুল থেকে ফিটনেসবিহীন সকল বাস অপসারণ করতে হবে এবং অদক্ষ, অপ্রশিক্ষিত ও উদ্ভট মস্তিষ্কের চালকদের বাদ দিতে হবে। এছাড়া খুলনা-কুষ্টিয়া মহাসড়ক সংস্কার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অতিদ্রুত ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, শত শত শহিদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা টালবাহানা করে পরিবহন সেক্টরকে ধ্বংস করবেন না। ভাড়ায় চালিত বাস আর দেখতে চাই না। আশা করি নিজস্ব অর্থায়নে বাস ক্রয় করে শিক্ষার্থীদেরকে সঠিক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ড. ইউনুস যদি একসঙ্গে সতেরোটা মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করতে পারে তাহলে আমি মাত্র দুইটি পদের দায়িত্ব পালন করলে কি দোষ? উপাচার্য আমাকে যে দায়িত্ব দিবে তা পালন করতে আমি বাধ্য। আমাকে যদি আরও দায়িত্ব দেওয়া হয় তাও পালন করতে আমি প্রস্তুত। এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল ধরেননি।  

প্রসঙ্গত, আওয়ামী সরকারের পতনের পর তৎকালীন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের পদত্যাগের পর গত ৩০ সেপ্টেম্বর আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে পরিবহন প্রশাসক হিসেবে ‘অনির্দিষ্টকালের জন্য’ নিয়োগ পান। এরপর গত ২রা ডিসেম্বর উপ-উপাচার্য পদে নিয়োগ পাওয়ার প্রায় দুইমাস পরেও তিনি পরিবহন প্রশাসক পদ ছাড়েননি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!