পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম। আগামী দুই বছরের জন্য এ নিয়োগদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা.) প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, "বিশ্ববিদ্যালয়ের এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. ফয়সাল কবির এর মেয়াদ আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শেষ হবে বিধায় উক্ত অনুষদের প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলমকে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছরের জন্য ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হলো। তিনি এ দায়িত্ব পালনসূত্রে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।”
দায়িত্বপ্রাপ্ত নতুন ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম আগামী ২ বছরে দায়িত্ব পালনে তার পরিকল্পনার কথা জানিয়ে বলেন,"আমার দায়িত্ব পালনকালে বা পরবর্তীতে যেনো একাডেমিক কোনো সেশন জোট না থাকে এ দিকে আমার কনসার্ন থাকবে। পাশাপাশি সকল পরীক্ষা যথাসময়ে নেওয়া ও ফলাফল প্রকাশ করা হবে।"
তিনি আরও বলেন, "আমাদের একাডেমিক ভবনে প্রজেক্টরের সমস্যা প্রায় সমাধান হয়েছে। তবে শ্রেণীকক্ষে সাউন্ড বক্স নেই, তাই এই সমস্যা দ্রুত সমাধান করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবো।"
একই সাথে বিজ্ঞপ্তিতে প্রফেসর ড. ফয়সাল কবিরকে এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিনের দায়িত্ব পালন করায় ধন্যবাদ জানানো হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :