পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) স্পোর্টস ক্লাবের আয়োজনে অন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় স্পোর্টস ক্লাবের অফিস রুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ইইই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনন্ত কুমার সূত্রধর এবং রানার-আপ হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. রিজান আলি রাসেল। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী শনিবার (১ মার্চ) যেখানে চ্যাম্পিয়ন পাবেন নগদ ১৫০০ টাকা এবং রানার-আপ নগদ ১০০০ টাকাসহ মেডেল ও সার্টিফিকেট।
অন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অনন্ত কুমার সুত্রধর বলেন, আমার স্বপ্ন ছিলো আমার বিশ্ববিদ্যালয়ে একদিন দাবা প্রতিযোগিতা হবে এবং এতে অংশগ্রহণ করার৷ হার-জিত থাকতে পারে, তবে আমার চার বছরের বিশ্ববিদ্যালয় জীবনে অংশগ্রহণ করার সুযোগ ও পাইনি। স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :