AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে AHSA কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত


পবিপ্রবিতে AHSA কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস এসোসিয়েশন (AHSA ) কতৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মার্চ) ছেলেদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও মেয়েদের ৫ টি সেগমেন্টে ইনডোর গেমসের মাধ্যমে AHSA কর্তৃক বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা -২০২৫ এর সমাপ্তি ঘটে।

প্রফেসর ড. স্বপন কুমার ফৌজদারকে আহব্বায়ক করে ক্রীড়া প্রতিযোগিতা সার্বিকভাবে পরিচালনার জন্যে একটি কমিটি সার্বক্ষণিক খেলাধুলা পর্যবেক্ষণে ছিলেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন AHSA এর কোষাধ্যক্ষ প্রফেসর ড. প্রদীপ কুমার সরকার, প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম, প্রফেসর ড. রিপন চন্দ্র পাল,  , সহকারী অধ্যাপক মাহাবুবা সুলতানা এবং প্রভাষক আইবিন জাহান। 
এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন AHSA এর ভিপি,জিএস ও ক্রীড়া সম্পাদকসহ অন্যান্য শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ছেলেদের ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা -২০২৫। এ্যানিমেল হাজবেন্ড্রির চলমান ৫ টি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার (১ মার্চ) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্তি ঘটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। ফাইনালে ৯ম ব্যাচ বনাম ১১ ব্যাচের খেলা অনুষ্ঠিত হয়। যেখানে ৯ম ব্যাচ টাইব্রেকারে (৫-৩) গোলে ১১ তম ব্যাচকে হারিয়ে শিরোপা জয় করেন।

অন্যদিকে মেয়েদের জন্য এ্যাসোসিয়েশন থেকে ইনডোর গেমসের আয়োজন করা হয় যেখানে পাঁচটি সেগমেন্টে খেলা অনুষ্ঠিত হয়। সেগমেন্টগুলো হলো বেলুন ফুলিয়ে কফি মগ ফেলানো, সূচে সুতা লাগানো, মেমোরি গেম, বাস্কেটে বল নিক্ষেপ, ওয়ার্ড মেকিং। এতে ১২ তম ব্যাচ চ্যাম্পিয়ন ও ১০ম ব্যাচ রানারআপ হয়।


মেয়েদের বিজয়ী দলের ১২ তম ব্যাচের সূচি দাস বলেন,"সবসময় ছেলেদের খেলার আয়োজন থাকলেও মেয়েদের তেমন থাকে না, কিন্তু এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্ট‍‍`স এ্যাসোসিয়েশনের এই ব্যাতিক্রমী আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। এই ধরনের খেলাধুলার ফলে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এছাড়া আমাদের ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় অনেক আনন্দিত।"

এনিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস এসোসিয়েশনের এসোসিয়েশননের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি বলেন,"ধন্যবাদ জানাই সকল শিক্ষার্থীকে, তারা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে খেলাধুলা উপভোগ করেছে এবং আমাদের পরিচালনাকে সহজতর করেছে। শুভাকাঙ্ক্ষী সকল ছোট ভাইবোনদের সহযোগিতা পেলে আমরা এরকম আরো বিভিন্ন ইভেন্ট আয়োজন করার সাহস পাবো।”

খেলা পরিচালনার দায়িত্বে থাকা AHSA এর কোষাধ্যক্ষ প্রফেসর ড. প্রদীপ কুমার সরকার তার বক্তব্যে বলেন,"পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মনকে আরো প্রফুল্ল করে । খেলা মূলত লিডারশীপ অর্জন করতে সহযোগিতা করে এবং পড়ালেখার পাশাপাশি এমন ক্রীড়া প্রতিযোগিতা সবসময় চলা উচিৎ"।

উল্লেখ্য, মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এএনএসভিএম অনুষদের তৎকালীন ডিন প্রফেসর ড. ফয়সাল কবীর,এনিমেল হাজবেন্ড্রি স্টুডেন্ট এসোসিয়েশন(AHSA )এর সভাপতি প্রফেসর ড. এ. এইচ.এম কাওসার, ট্রেজারার প্রফেসর ড. প্রদীপ কুমার সরকার। এসময় অনুষদের শিক্ষকবৃন্দ,  এসোসিয়েশন এর সহ- সভাপতি,  সাধারণ সম্পাদক ও কিমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!