AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির বঙ্গবন্ধু হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন


ইবির বঙ্গবন্ধু হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মুহাম্মদ নসরুল্লাহ এই প্লান্টটি উদ্বোধন করেন। এসময় তার সঙ্গে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, হল প্রভোস্ট অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট সহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, সুপেয় পানির ফিল্টারটি আয়রন রিমুভাল ফিল্টার। যা পানিতে থাকা আয়রন, ম্যাঙানিস ও ব্যাকটেরিয়া সহ ক্ষতিকারক উপাদানগুলো ফিল্টার করে থাকে। হলের প্রধান ট্যাংকি থেকে প্লান্টের মধ্য দিয়ে পানি ফিল্টার হয়ে আরেকটি ট্যাংকে জমা হয়। যা পরবর্তীতে সকল ট্যাপ ও বেসিনে সাপ্লাই হয়। আপাতত হলের ন্যাশনালের একটি ব্লকে এবং ইন্টারন্যাশনালের একটি ব্লকে এই প্লান্টটি স্থাপন করা হয়েছে। পরবর্তীতে সবগুলো ব্লকেই স্থাপন করা হবে বলে জানান হল প্রভোস্ট।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের সুবিধার্থে কাজ করে যাচ্ছি। আমি থাকা অবস্থায় এই হলকে একটি মডেল হল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমি আমার সকল কাজে শিক্ষার্থীদের পাশে চাই৷

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এটি অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। নিরাপদ পানি শিক্ষার্থীদের অধিকার। এমন একটি শিক্ষার্থীবান্ধব কাজ করায় হল প্রশাসনকে আমি সাধুবাদ জানাই। আগামীতেও এমন শিক্ষার্থীবান্ধব কাজে প্রভোস্ট মহোদয় এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা করি।

পানির প্লান্ট উদ্বোধন শেষে উপাচার্য হলের ডাইনিং রুম পর্যবেক্ষণ করেন এবং সেখানে একটি লাইব্রেরি স্থাপনের পক্ষেও মতামত দেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!