AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাকৃবির পরিবহন শাখায় ১ লাখ টাকার গাড়ি ও টায়ার চুরি


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০১:০১ পিএম, ৬ মার্চ, ২০২৫
বাকৃবির পরিবহন শাখায় ১ লাখ টাকার গাড়ি ও টায়ার চুরি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখা থেকে একটি মাইক্রোবাস ও চারটি গাড়ির টায়ার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।  বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ‍‍`সিসি টিভির ফুটেজে দেখা গেছে, আজ (৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বোরকা পরিহিত একজন ব্যক্তি ও তার সহযোগী পরিবহন শাখার পেছনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা টায়ার সংরক্ষণের কক্ষের তালা ভেঙে চারটি টায়ার বের করে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মাইক্রোবাসে (ময়মনসিংহ-চ-৫১০০১৫) তুলে নেয়। এরপর পরিবহন শাখার প্রধান ফটকের তালা কেটে তারা মাইক্রোবাসসহ পালিয়ে যায়। পুরো ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী ঘুমাচ্ছিল। আমরা বিষয়টি জানার পরপরই সিসি টিভির ফুটেজ পুলিশ ও ডিবির কাছে হস্তান্তর করেছি এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।‍‍`  

ক্ষয়ক্ষতির বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ বলেন, ‍‍`চুরি হওয়া চারটি টায়ারের মধ্যে দুটি বড় গাড়ির এবং দুটি ছোট গাড়ির। বড় টায়ারগুলোর আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা, আর ছোট টায়ারগুলোর দাম ২৫ হাজার টাকা। তবে চুরি হওয়া মাইক্রোবাসটি ২০-২৫ বছরের পুরোনো।‍‍`  

এ বিষয়ে বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম জানান, ‍‍`বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যে কোনো চুরির ঘটনায় আমরা তদন্ত করি। যদি নিরাপত্তা কর্মীদের গাফিলতি প্রমাণিত হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।‍‍`  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ‍‍`এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও গুরুতর ঘটনা। আমরা পুলিশের কাছে সিসি টিভির ফুটেজ হস্তান্তর করেছি এবং পুলিশ চোর শনাক্তের চেষ্টা করছে। তারা তদন্তে অগ্রগতি সম্পর্কে আমাদের নিয়মিত জানাচ্ছে।‍‍`  

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!