AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিজু‍‍`র আনুষ্ঠানিক যাত্রা শুরু


রিজু‍‍`র আনুষ্ঠানিক যাত্রা শুরু

মানবাধিকার ও ন্যায়বিচারভিত্তিক অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন "রিজিওনাল রাইটস এন্ড জাস্টিস (রিজু)" আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো।

বৃহস্পতিবার ( ৬ মার্চ) রংপুরের আহার রেস্টুরেন্টে ইফতার মাহফিলের মাধ্যমে সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান। নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পরিচালক, উপদেষ্টা এবং ফেলোরা উপস্থিত ছিলেন। রিজু মূলত মানবাধিকার, শিক্ষা, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, কৃষি ও সামাজিক উন্নয়নসহ নানাবিধ বিষয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের সদস্যগণ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গবেষক, শিক্ষক, সাংবাদিক এবং আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত।

রিজু বিশ্বাস করে যে, মানবাধিকারের সুরক্ষা এবং সামাজিক ন্যায়বিচারের প্রসার ঘটিয়ে একটি সুষ্ঠু ও সমৃদ্ধ সমাজ গঠন করা সম্ভব। সংগঠনের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী দিনে রিজু মানবাধিকার ও সামাজিক ন্যায়ের উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের নেতৃবৃন্দরা। 

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!