AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন পবিপ্রবির আত্মপ্রকাশ


রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন পবিপ্রবির আত্মপ্রকাশ

রংপুর বিভাগের সকল জেলার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন পবিপ্রবির আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) পবিপ্রবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে বৃহৎ এ সংগঠনটি যাত্রা শুরু করেছে।


কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম ও সদস্য সচিব হিসেবে আছেন কৃষি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পার্থ সরকার ধ্রুব। এছাড়াও ২০১৯-২০ শিক্ষাবর্ষের সব শিক্ষার্থী সদস্য হিসেবে আছেন।


কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, সহযোগী অধ্যাপক ড. মো. মাহি ইমাম মোল্লা,  সহযোগী অধ্যাপক ড. নিতাই চন্দ্র রায়, সহযোগী অধ্যাপক মো. আবুবকর সিদ্দিক, সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. রহমত সরকার ও সহকারী অধ্যাপক মোছা. নুসরাত বিনতে নুর।


উল্লেখ্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত রংপুর বিভাগের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সহযোগীতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধের উদ্দেশ্যে এ সংগঠন আগামীতে কাজ করে যাবে।

 

একুশে সংবাদ// এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!