AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিনামূল্যে শিক্ষার্থীদের আইইএলটিএস প্রশিক্ষণ


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৫:৪১ পিএম, ১০ মার্চ, ২০২৫
বিনামূল্যে শিক্ষার্থীদের আইইএলটিএস প্রশিক্ষণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইইএলটিএস প্রশিক্ষণ চালু করেছে বিভাগটি। সোমবার (১০ মার্চ) দীর্ঘ তিন মাসব্যাপি এই প্রশিক্ষণের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়।


তথ্যসূ্ত্রে জানা যায়, দীর্ঘ ৩ মাসের, ৪০টি ক্লাসের এই কমপ্লিট প্রশিক্ষণে শিক্ষার্থীরা আইইএলটিএস এর ৪টি মডিউল নিয়েই যথাযথ ধারনা পাবে এবং  প্রশিক্ষণ শেষে বিভাগের ল্যাবে মক টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা তাদের দক্ষতা যাচাই এবং মূল পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। শিক্ষার্থীরা বিভাগের দৃষ্টান্তমূলক এই উদ্যোগে খুবই আনন্দিত।  


এ বিষয়ে বিভাগটির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাভেল খান বলেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটা প্রশিক্ষণ। আমরা ইংরেজি ভাষাতে অনেক অদক্ষ। প্রশিক্ষণটি অন্য কোথাও করতে গেলে সময় এবং টাকা দুটোরই প্রয়োজন কিন্তু এখন এটি বিনামূল্যে পাচ্ছি। এজন্য বিভাগের প্রতি আমি কৃতজ্ঞ।


২০২১-২২ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী ঋতু সাহা  বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো বিনামূল্যে এমন আইইএলটিএস প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রতিটি কোর্স ইংরেজিতে তাই আমাদের সব প্রেজেন্টেশন, এ্যাসাইমেন্ট ইংরেজিতে করতে হয় তাই এই প্রশিক্ষনটি আমাদের একাডেমিক ক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ, আমাদের ভবিষ্যতের চাকরি ক্ষেত্রেও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, তাই বিভাগীয় প্রধান শ্রদ্ধেয় রফিকুল আমিন স্যার ও প্রশিক্ষক হিমেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা পরিকল্পনা বাস্তবায়নের জন্য।


প্রশিক্ষক অনিল ইসলাম হিমেল বলেন, নিজ বিভাগের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরে আমি সত্যিই আনন্দিত। বিভাগীয় প্রধান স্যার বেশ কিছুদিন ধরে প্রশিক্ষনটি নিয়ে ভাবছিলেন সেইসময় আমি ঢাকায় ফুল-টাইম প্রশিক্ষণক হিসেবে একটি আইইএলটিএস এর অফিশিয়াল এক্সাম ভেন্যুতে কর্মরত ছিলাম। স্যারের প্রবল আগ্রহ ও একইসাথে শিক্ষার্থীদের অদম্য ইচ্ছার ফলেই এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।


এ বিষয়ে ছাত্র উপদেষ্টা পরামর্শক ড. আশরাফুল আলম বলেন , ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আইইএলটিএস টেস্ট গুরুত্বপূর্ণ, প্রথমবারের মতো মানব সম্পদ ব্যবস্থপনা বিভাগ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এই প্রশিক্ষণের আয়োজন করেছে এজন্য বিভাগীয় প্রধান এবং প্রশিক্ষককে ধন্যবাদ জানাই, আমি মনে করি এই সুযোগটি শিক্ষার্থীরা কাজে লাগাতে পারলে তাদের একাডেমিক, নন-একাডেমিক এবং চাকরি ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে  


বিভাগীয় প্রধান ড. রফিকুল আমিন বলেন, একাডেমিক বিষয়ের বাইরে আমরা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, যাতে করে তারা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং ভাষাগত দক্ষতা অর্জনের জন্য আমাদের এই প্রচেষ্টা। ইতিমধ্যে আমরা বিভাগে ল্যাব স্থাপন করেছি খুব শীগ্রই এর কার্যক্রম শুরু হবে যেখানে শিক্ষার্থীদের ডাটা সাইন্স, ডাটা এনালাইসিস টুল টেকনিক এবং আরও অনেক কারিকুলাম এক্টিভিটিজ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে, এবং আমরা আশাবাদী শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে । 

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!