AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ইফতার মাহফিল


পবিপ্রবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ইফতার মাহফিল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বরিশালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার। আরও উপস্থিত ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ হাসান উদ্দীন ও সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক কুমার দেবাশীষ দত্ত। আরও উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মোঃ নুরনবী ও সহযোগী অধ্যাপক মো: সাব্বির হোসেন, ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আফজাল হোসেন এবং একাউন্টিং ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকিএ হোসেন৷

এসময় ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সদ্য নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো: হাসান উদ্দীন কে, বরণ করে নেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা। এতদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় অধ্যাপক কুমার দেবাশীষ দত্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্তমান চেয়ারম্যান।

এসময় অতিথিরা ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের এমন আয়োজনের প্রশংসা করেন এবং মাহে রমজানের বিভিন্ন ফজিলত সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে ডীন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস, এই মাসে আল-কুরআন নাজিল হয়। নিজেকে সকল পাপাচার থেকে মুক্ত রেখে আল-কুরআন ও হাদীসের আলোকে নিজের জীবনকে গড়তে হবে।" প্রায় ৭০ জন শিক্ষক-শিক্ষার্থী, তাদের পরিবার ও কর্মকর্তা-কর্মচারী নিয়ে এই আয়োজন করা হয়। 

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!